আইটেম গানের শুটিং এর জন্য জ্যাকুলিন মিথিলা - Hridom

চট্টগ্রাম শাকিব খানের পুবাইলের বাসায়
পিএ কাজলের ‘ চোখের দেখা’ নামক
নতুন একটি ছবির আইটেম গানের শুটিং এর জন্য জ্যাকুলিন মিথিলা সহ ছবির শুটিং ইউনিটের সবাই
এখন সেখানে অবস্থান করছেন।
পানের ভিতর শুপারি আমি শিরোনামের গানের শুটিং এর জন্য সেট তৈরী করা হয়েছে ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের অন্যতম কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
এ গানটিতে জ্যাকুলিন মিথিলা ছাড়াও তার সহ-শিল্পী হিসেবে থাকছেন শতাব্দী ওয়াহিদ ।
 জ্যাকুলিন মিথিলা বলেন যে এ ছবিতে সুপার আইটেম গানে পারফর্ম করবো।
যা এর আগে কেউ উপহার দিতে পারেননি বাংলা ছবিতে।
আর এ ছবিতে প্রধান দুই চরিত্রে দেখা যাবে সায়মুন ও অহনাকে জুটি হয়ে।
তিনি তার ভক্তদের বলেন যে আপনারা আমাকে আশির্বাদ করবেন- আমি যেন সবার প্রত্যাশা পুরণ করতে পারি।
মূলত ভিন্ন ধারার চিন্তা নিয়ে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন জ্যাকুলিন মিথিলা।
 কিছু সময়ের মধ্যে ফেসবুক ফ্যানদের ব্যাপক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।





কোন মন্তব্য নেই